বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আওয়ামী লীগ চায় বিএনপি নির্বাচনে আসুক : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ চায় বিএনপি নির্বাচনে আসুক : তথ্যমন্ত্রী

বিএনপিতে যাদের নির্বাচন করার যোগ্যতা আছে তারাই নির্বাচনমুখী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২৮ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসুক এটা আওয়ামী লীগ চায়। অপরাজনীতি থেকে বেরিয়ে এসে নির্বাচন করুক, এখনও সেই সময় আছে।

ড. হাছান মাহমুদ বলেন, দিনের পর দিন অবরোধ ডেকে জনজীবনে দুর্ভোগ ডেকে কোন লাভ হবে না। তাদের কর্মসূচি কেউ মানছে না।

সাত সমুদ্র তের নদীর ওপার থেকে নির্দেশনা দিয়ে দল রক্ষা করা যাবে না উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, যাদের নির্বাচনে করার যোগ্যতা নেই সে নেতারাই নির্বাচন বানচালের কথা বলে। বিএনপির যাদের যোগ্যতা আছে তারা নির্বাচনমুখী।

ইসির তফসিল পরিবর্তনের বিষয় নিয়ে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যেভাবে নির্বাচনের তারিখ ঠিক রেখে অন্যান্য তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে তা যথার্থ।

এ সময় তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া উন্নয়ন সম্ভব না। অপরাজনীতি থেকে দেশকে মুক্ত করারও আহ্বান জানান তিনি।

টিএইচ