মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

আজ দেশব্যাপী বিএনপির মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

আজ দেশব্যাপী বিএনপির মিছিল-সমাবেশ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ঢাকাসহ দেশের সব মহানগর ও উপজেলায় সোমবার (১৬ জানুয়ারি) সমাবেশ ও মিছিল করবে বিএনপি।

রাজধানীর নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর ২টায় মিছিল শুরু হবে। এর আগে, সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলটির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। তবে, হাসপাতালে ভর্তি থাকায় মির্জা ফখরুল উপস্থিত থাকতে পারবেন না।

দলের একাধিক সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের এই কর্মসূচি থেকে আসতে পারে নতুন কর্মসূচি।

এর আগে, গত ১১ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা দেন বিএনপির মহাসচিব।

টিএইচ