বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে কালো পতাকা মিছিল থেকে আটক করে পুলিশ। বিকাল তিনটার পর তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন ভূইয়া মিল্টন। তিনি জানান, ‘পুলিশ বলেছে কালো পতাকা মিছিলের অনুমতি না থাকায় মঈন খানকে থানায় আনা হয়েছিল। এখন আপনারা বাসায় যেতে পারেন।’
মঙ্গলবার দুপুর দুইটায় উত্তরা ১২ নং কবরস্থানের সামনে থেকে ঢাকা মহানগর উত্তরে (জোন-২) কালো পতাকা মিছিল বের করলে মিছিল থেকে মঈন খানকে আটক করা হয়।
ড. আব্দুল মঈন খান ছাড়াও পিএস বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন এবং মনিরুজ্জামান নামে বিএনপির এককর্মীসহ তিনজনকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায় পুলিশ।
টিএইচ