বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

এবার তিন দিনের অবরোধের ডাক জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

এবার তিন দিনের অবরোধের ডাক জামায়াতের

বিএনপির পর দেশব্যাপী তিন দিনের অবরোধের ডাক দিয়ে জামায়াতে ইসলামীও। আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) জামায়াতের পক্ষ থেকে অবরোধের কথা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠানো হয়।

দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন শেষে গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ডাক দেয় ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি। বিএনপি ঘোষিত হরতালের দিন জামায়াতও হরতাল ডেকেছিল।

টিএইচ