শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post
আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একই স্থানে এবং একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব এ আদেশ জারি করেন।

জানা গেছে, বিএনপি সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে জানিয়ে এর প্রতিবাদে সোমবার (২১ নভেম্বর) পৌরসভার সামনের দিকে জনসমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। অন্যদিকে পৌরসভার ঠিক পেছনে মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিল আয়োজন করে দলটি। একই দিনে কাছাকাছি স্থানে সমাবেশকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এর প্রেক্ষিতে সোমবার (২১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাটিরাঙ্গা পৌরসভাস্থ মাটিরাঙ্গা বাজার ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে সব ধরনের সভা-সমাবেশ ছাড়াও চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ইউএনও তৃলা দেব জানান, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা বাজার ও তার আশেপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

টিএইচ