রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

চতুর্থ ধাপে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

চতুর্থ ধাপে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

যুগপৎ আন্দোলনে চতুর্থ ধাপের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নতুন কর্মসূচি অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি দেশের সকল মহানগর ও জেলায় সমাবেশ করবে দলটি।

সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে মিছিল পূর্ব সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন

তিনি বলেন, আগামী ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে অবৈধ সরকারের সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে সারাদেশের মহানগর ও জেলা সদরে সমাবেশ করা হবে।

মোশাররফ হোসেন বলেন, বিএনপির কারাবন্দি হাজার হাজার নেতাকর্মীকে মুক্ত করতে হবে। এই সরকারকে বিদায় করে আমারা তাদের মুক্ত করব।

শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করা হবে বলেও জানান তিনি।

টিএইচ