সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের ওপর হামলার অভিযোগ

কেন্দ্রীয়  ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৩ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষ্ণপুরা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়িতে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি জানান, নারায়ণগঞ্জ আড়াইহাজ কৃষ্ণপুরা অফিসের কাছাকাছি এই হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘গাড়ির চালকসহ পাঁচজন এ ঘটনায় আহত হয়েছেন। এর মধ্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য এম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

এ সময় তাদের গাড়িটি ভাঙচুর করা হয়। গাড়িটি আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের খোঁজখবর নিয়ে ঢাকায় ফেরার পথে এই হামলা চালায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

টিএইচ