বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

জনগণ সঙ্গে থাকলে কোন কিছুই অসাধ্য না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জনগণ সঙ্গে থাকলে কোন কিছুই অসাধ্য না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “বাল্যবিবাহ, ইভটিজিং অনেক কমে গেছে। কিন্তু মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বাঁচাতে পারব না।”

জঙ্গি ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ‘সফলতার’ কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণ সঙ্গে থাকলে কোনকিছুই আর বাধা হতে পারে না।

শনিবার (২৯ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য অপরাধ দমনে ভূমিকা রাখার পাশাপাশি কিশোর গ্যাং কালচার নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশ সদস্যদের সোচ্চার হতে হবে।

কমিউনিটি পুলিশের মূলমন্ত্র ‘শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যে রাজধানীসহ সারাদেশে পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে ২০২২। 

এ উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি মিন্টো রোড ডিএমপি হেডকোয়ার্টার থেকে বেইলি রোড ঘুরে রাজারবাগ পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কারণে পুলিশ ও জনগণ যৌথ উদ্যোগে নিজ নিজ এলাকার ছোটখাটো সমস্যা সমাধান করতে পারছে। 

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

টিএইচ