জাতীয় মুদ্রায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও দেখতে চান আওয়ামী লীগ নেতা বাকী বিল্লাহ। দলের ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ওই নেতা এ প্রস্তাব দেন।
তবে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব নাকচ করে তাকে মৃদু বকে দিয়েছেন।
শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন জেলার নেতারা বক্তব্য দেন। এ সময় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ দলীয় সভাপতির দিকে ইঙ্গিত করে বলেন, ‘জাতীয় মুদ্রায় আপনার ছবি দেখতে চাই মাননীয় নেত্রী। আপনার ছবি বাংলাদেশের মুদ্রায় দেখলে আমরা শান্তি পাব।’
এর জবাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘টাকায় একমাত্র জাতির পিতার ছবি থাকবে।’ ওই নেতার প্রতি রসিকতা করে শেখ হাসিনা বলেন, ‘মাইর দিব তোমাকে, ভাগো!’
এর আগে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের আট বিভাগের দলীয় নেতাদের বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেন। এসময় তাদের বক্তব্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয় ও মনোনয়নের বিষয়টি উঠে আসে।
আওয়ামী লীগ সূত্র বলছে, দলের বাজেট, গঠনতন্ত্র সংশোধন, ঘোষণাপত্র সংশোধনে কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টিএইচ