সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

ডা. এস এ মালেকের মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

ডা. এস এ মালেকের মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট ডা. এস এ মালেকের মৃত্যুতে গভীর শোক করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

বুধবার (৭ডিসেম্বর) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী এ শোক প্রকাশ করেন।

৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ বিভিন্ন ক্ষেত্রে ডা. এস এ মালেকের সক্রিয় ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি জানান তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।

প্রতিমন্ত্রী প্রয়াত ডা. এস এ মালেকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ‍্য, ডা. এস এ মালেক মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

টিএইচ