শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post
খালেদা জিয়ার চিকিৎসা

নতুন করে সব পরীক্ষা, লিভার প্রতিস্থাপনে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক

নতুন করে সব পরীক্ষা, লিভার প্রতিস্থাপনে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

যুক্তরাজ্যে ‘দ্য লন্ডন ক্লিনিকে’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বিখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তিনি ভর্তি আছেন। চার-পাঁচ দিন তার স্বাস্থ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলবে। বাংলাদেশের এভারকেয়ার হাসপাতালে যত পরীক্ষা করা হয়েছিল, তা আবারও নতুন করে পরীক্ষা করা হচ্ছে।

লন্ডন থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক।

লন্ডনে অবস্থানরত ওই মেডিকেল বোর্ডের সদস্য জানান, দেশের মেডিকেল রিপোর্ট দেখে বিদেশি চিকিৎসকরা কাজ করবেন না বলেই নতুন করে সেখানে সব পরীক্ষা করা হচ্ছে। বলা যায়, কয়েক ডজন পরীক্ষা করা হচ্ছে। এসব শেষ করতে কয়েক দিন সময় লাগবে।

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার নতুন করে স্বাস্থ্যের কোনো অবনতি হয়নি। তিনি আগের চেয়ে ভালো আছেন। চিকিৎসকরা ও ঘনিষ্ঠজন ছাড়া তার সঙ্গে কেউ দেখা করতে পারছেন না। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা সবকিছু ফলোআপ করছেন। আমরা তা পরিবারকে জানিয়ে দিচ্ছি।’

লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসক জানান, এটা এখনই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ এখানে অনেক বিষয় জড়িত। বিদেশি চিকিৎসকরা অনেক বিষয় দেখে সিদ্ধান্ত নেবেন। বেগম জিয়ার ইমিউনিটি (শারীরিক সক্ষমতা) কতটা, অর্থাৎ বডি কতটা সাপোর্ট করছে, হিমোগ্লোবিন কী পরিমাণ আছে এবং সর্বশেষ তারা দেখবেন বর্তমান অবস্থা থেকে তিনি ব্যাক করতে পারবেন কি না, এসব মাথায় রাখবেন। কেননা ৮০ বছরের রোগীর জন্য তারা ঝুঁকি নেবেন না। তিনি মাল্টিডিজিসে আক্রান্ত। তবে এটা ঠিক, একটা পূর্ণাঙ্গ ও উন্নত মানের থরো চেকআপ (পুরো দেহ) হবে। এতে স্থাস্থ্যের অনেক উন্নতি সম্ভব।

বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী ও উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, ‘ম্যাডামের ছেলে তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা প্রতিনিয়ত হাসপাতালে আসা-যাওয়ার মধ্যে আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুয়ায়ী বাসা থেকে খাবার পরিবেশন করা হচ্ছে। পরিবারের সবচেয়ে কাছের সদস্যদের কাছে পেয়ে ম্যাডাম স্বাভাবিকভাবেই মনোবলের দিক থেকে সতেজ ও সুস্থ আছেন। বাকি কাজ চিকিৎসকরা করছেন।’

বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী ও একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ‘আমাদের প্রস্তুতি আছে উন্নত চিকিৎসায় প্রয়োজনে ম্যাডামকে যুক্তরাষ্ট্রে নিতে। তবে মেডিকেল বোর্ড কী সিদ্ধান্ত নেয় তা দেখতে হবে। আপাতত লন্ডন ক্লিনিকেই চলবে চিকিৎসা কার্যক্রম।’

এদিকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে থাকা তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন স্থানীয় সময় গত বুধবার লন্ডনে সাংবাদিকদের জানান, ‘লন্ডনের চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার সব জটিলতা জানার চেষ্টা করেছেন। সেই অনুযায়ী কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ থেকে আসা মেডিকেল বোর্ডের সদস্যরা লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করবেন। দেশে বেগম জিয়ার যে চিকিৎসা হয়েছে, লন্ডন ক্লিনিকে এখন সেটার একটি পর্যালোচনা (রিভিউ) করা হবে।’

টিএইচ