নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে `মার্চ ফর জাস্টিস` পদযাত্রা শুরু করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ছাত্রদলের আয়োজনে মার্চ ফর জাস্টিস পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শেষ হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে।
এসময় আওয়ামী লীগ বিরোধী লেখা সম্বলিত বিভিন্ন প্লেকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের।
নেতাকর্মীদের হাতে `জাস্টিস ডিলেইট ইস জাস্টিস ডিনাইড`, `সে নো টু মোবক্রেসি`, `স্টপ মব জাস্টিস`, `শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারহীনতা, দায়মুক্তি নতুন ছাত্রলীগের জন্ম দিতে যথেষ্ট`, `ক্রিমিনাল হ্যাভ নো প্লেস ইন ক্যাম্পাস`, `আওয়ামী সিনেট-সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও`, `সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ`, `টুগেদার ফর জাস্টিস, `টুগেদার ফর সেইফ ক্যাম্পাস` প্রভৃতি স্লোগান সংবলিত প্লেকার্ড দেখা যায়।
পদযাত্রায় অংশ নেয়া নেতাকর্মীরা জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এই পদযাত্রার আয়োজন করা হয়।
এছাড়াও জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান পদযাত্রায় অংশ নেয়া নেতাকর্মীরা।
এর আগে, দুপুর দেড়টা থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শিখা চিরন্তনের সামনে জড়ো হতে থাকেন।
টিএইচ