বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পঞ্চগড়ের ঘটনায় বিএনপি-জামায়াত দায়ী: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের ঘটনায় বিএনপি-জামায়াত দায়ী: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা ঘিরে সংঘর্ষের ঘটনায় বিএনপি-জামায়াত দায়ী। পঞ্চগড়ে যারা হামলা চালিয়েছে, তাদের নাম পুলিশের খাতায় আছে। এদের বেশিরভাগই বিএনপি-জামায়াতের সমর্থক। তাদের হামলায় দুই জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারার চেষ্টা করছে বিএনপি। পঞ্চগড়ের ঘটনাও বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।

রোহিঙ্গা ক্যাস্পে অগ্নিকাণ্ডের বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া থেকে শুরু করে তাদের চিকিৎসা, খাদ্য, শিক্ষা সবকিছুর ব্যবস্থা করেছে সরকার। রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্তনাধীন। এটি নাশকতা কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে।

হাছান মাহমুদ বলেন, কারও চুলায় আগুন লাগলেও হয়তো মির্জা ফখরুল সাহেব বলবেন এটার জন্য সরকার দায়ী। সায়েন্সল্যাব ও সীতাকুণ্ডের ঘটনা একটি দুর্ঘটনা। এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সরকার বদ্ধপরিকর।

টিএইচ