রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত : সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের উন্নয়ন না দেখতে পাওয়া বিএনপি নেতাদের পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ নিয়ে করা মন্তব্যে লজ্জা পাওয়া উচিত।

আজ রোববার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধু পুত্র লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসে এ কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কোনো বিদেশি শক্তির প্রভাব অনুভব করেনি। জাতীয় পার্টি কোন শক্তির প্রভাবে বা চাপে নির্বাচনে গিয়েছিলো তা তারা বলুক।’

কাদের বলেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা, খুন ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়।’

১৯৭৫-এর ১৫ আগস্টের হত্যাকাণ্ডের খুনিদের মদদ দিয়েছে জিয়া-মোশতাক চক্র। শেখ হাসিনা দেশে ফিরে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও অগ্রগতির ধারা সূচিত করেন বলে জানান কাদের।

টিএইচ