বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাঠ্যক্রমে ভুল, অভিভাবক ও সচেতন মহলকে প্রতিবাদের আহ্বান ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

পাঠ্যক্রমে ভুল, অভিভাবক ও সচেতন মহলকে প্রতিবাদের আহ্বান ফখরুলের

জাতীগতভাবে আমরা ভীরু কাপুরুষ বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুলে ভরা পাঠ্যক্রমের বিরুদ্ধে সকল অভিভাবক ও সচেতন মহলকে প্রতিবাদ করার আহ্বান জানান তিনি। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অপরিণামদর্শী কারিকুলাম ও মানহীন পাঠ্যপুস্তক নিয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। 

এসময় ফখরুল বলেন, এই সরকার জাতীকে ব্যার্থ রাষ্ট্রে পরিণত করার প্র‍য়াস চালাচ্ছে। এই সরকার যা খুশি তাই করে যাচ্ছে, দিনকে রাত আর রাতকে দিন করতে চাইছে। 

কাজী নজরুল ইসলামের একটি কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সবাই কেন জানি মরে গেছে কারো মধ্যে কোন প্রতিবাদ লক্ষ করছি না বলেও মন্তব্য করেন তিনি।

টিএইচ