বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতির অভিযোগে চরমোনাইর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতির অভিযোগে চরমোনাইর বিক্ষোভ

শিক্ষানীতি ও জাতীয় পাঠ্যক্রমে ইতিহাস বিকৃতিসহ বিবর্তন বাদের ভুল উপস্থাপন ও ইসলামকে হেয় করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমীর ফয়জুল করিমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম জামে মসজিদ থেকে শুরু হয়ে পল্টনের সড়কগুলো প্রদক্ষিণ করে। 

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ফয়জুল করিম পাঠ্যবইয়ের বিভিন্ন ত্রুটি তুলে ধরেন। একটি বই দেখিয়ে তিনি বলেন আমাদের শিশুদের ট্রানজেন্ডারের নামে সমকামিতাকে শেখানো হচ্ছে। যা শিশুদেরকে সামাজিক মূল্যবোধে অবক্ষয়ের দিকে নিয়ে যাবে। 

অনতিবিলম্বে এই বই সংশোধন ও ৭ম শ্রেণির বই বাতিল না করা হলে কঠোর আন্দোলনের কথাও বলেন ইসলামী আন্দোলনের এই নেতা।

টিএইচ