স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, দক্ষতা ও দেশপ্রেমে ঘাটতির কারণে পুলিশের কয়েকজন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়মিত প্রক্রিয়া অনুযায়ী যাদের পুলিশে প্রয়োজন নেই; তাদের অবসরে পাঠানো হচ্ছে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরির ২৫ বছর বয়স হলে যদি কারো কর্মদক্ষতার ঘাটতি পড়ে যায়, দেশপ্রেমে ঘাটতি পড়ে যায়, তাহলে সরকার ব্যবস্থা নিতে পারে।
তিনি আরো বলেন, যদি কাজ না করে, বসেই থাকে, দায়িত্ব পালন না করে, তবে তো দক্ষতা ও দেশপ্রেমে ঘাটতির বিষয়টিই প্রমাণ হয়।
বিএনপির সমাবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের পক্ষ থেকে কোনও বাধা দেওয়া হচ্ছে না। এছাড়া সমাবেশকে উদ্দেশ্য করে কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে না।
‘বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘট। এ কারণে বরিশালে কোনও যানবাহন প্রবেশ করতে পারছে না।’- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, বাসমালিকরা কেন বাস বন্ধ করেছেন; সেটা আমাদের জানার বিষয় নয়। এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না, কেন বন্ধ করেছে। তবে সরকারের কোনও হস্তক্ষেপ নেই।
টিএইচ