শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

পুলিশ-বিএনপির সংঘর্ষ, পল্টনে আসলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক

পুলিশ-বিএনপির সংঘর্ষ, পল্টনে আসলেন ফখরুল

রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশ সংঘর্ষ শুরু হয়। বুধবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রায়টকার দিয়ে মুহুর্মুহু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পুরো এলাকা যেন রণক্ষেত্রে রূপ নেয়। এদিকে, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করছেন, বিএনপির শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। অনেকেরই পায়ে, হাতে ও বাহুতে গুলি লেগেছে।

বিএনপির কার্যালয়ের ভেতরে এখনো প্রায় অর্ধ  শতাধিক নেতা  গুলিবিদ্ধ হয়ে আটক রয়েছেন। তাদের বের করে হাসপাতালে নিতে মহাসচিব দলীয় কার্যালয়ে এসেছেন বলে আমার সংবাদকে বিএনপি‍‍`র দপ্তর সূত্র জানিয়েছেন।

জানা গেছে, বিএনপি নেতা খন্দকার আবু আশফাক, স্বেচ্ছাসেবক দলের আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা মেহবুব মাসুম শান্তসহ অসংখ্য নেতাকর্মী  সংঘর্ষে আহত হয়েছেন।

টিএইচ