বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ফখরুল-আব্বাসকে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ফখরুল-আব্বাসকে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। এছাড়া মির্জা আব্বাসকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের আরেক সদস্য শামসুদ্দিন দিদার।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর স্ত্রী রাহাত আরা বেগম সকাল সাড়ে ছয়টায় গণমাধ্যমকে জানান, মহাসচিব-কে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে গিয়েছেন। তারা বাসায় এসে বলেছেন তার বিরুদ্ধে মামলা রয়েছে যেতে হবে।

ইএফ