বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বাংলাদেশের মানুষ সুখে থাকুক তা বিএনপি চায় না : মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মানুষ সুখে থাকুক তা বিএনপি চায় না : মুক্তিযুদ্ধমন্ত্রী

বাংলাদেশের মানুষ সুখে থাকুক, ভালো থাকুক এটা বিএনপি চায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। শনিবার দুপুরে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় কাদেরিয়া বাহিনীর জাদুঘরের স্থান পরিদর্শনে এসে এই মন্তব্য করেন তিনি।

আ.ক.ম মোজাম্মেল হক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘‘নির্বাচনের আগে পাকিস্তান সময়ে ভালো ছিলাম’’ এই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন করেন। মন্ত্রী জানতে চান, ‘কোন বিষয়ে কোন সুযোগে ভালো ছিলেন? এখন সেই ধারাবাহিকতায় গত ১০ দিন ধরে কী বলে? যেহেতু পেঁয়াজের দাম কমেছে, জিনিসপত্রের দাম কমেছে মানুষ একটু স্বস্তিতে আছে এখন তারা (বিএনপি) ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছে। দেশের মানুষ ভালো থাকুক তারা তা চায় না।’

বিএনপির সমালোচনা করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশে শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ তৈরি করা। সেটা যেন না হয় সেজন্য এখনও তারা পাকিস্তানকেই হৃদয়ে ধারণ করে নানা সমালোচনা করেন।’

এসময় মুক্তিযুদ্ধের সকল স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ উপর জোর দেন আ.ক.ম মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধের সংগঠক ও কালিহাতীর-৪ আসনের সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চলানা করেন কাদেরিয়া বাহিনীর প্রধান আব্দুল কাদের সিদ্দিকী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ–সহ বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা প্রাশাসক।

বক্তারা টাঙ্গাইলে বঙ্গবন্ধুর হাতে কাদেরিয়া বাহিনীর অস্ত্র সমর্পণের স্মৃতি সংরক্ষণের ও জাদুঘরটিকে  মিউজিয়াম কমপ্লেক্সে রূপান্তরের দাবি জানান।

টিএইচ