বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান রিজভীর

নিজস্ব প্রতিবেদক

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান রিজভীর

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর নবাবীমোড় এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার যেভাবে চলছে, এতে করে দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকারকে সঠিক একটি রূপরেখা তৈরি করতে হবে।

ভারত ও শেখ হাসিনা মিলে দেশের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র করছে দাবি করে রিজভী অন্তর্বর্তী সরকারকে সচেতন থাকার আহ্বান জানান।

এবার পূজাতে কোনো ধরনের নাশকতা হয়নি, তারপরও ভারত এ নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও পূজামণ্ডপ পাহারা দিয়েছে।

টিএইচ