বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে ফাঁকা জায়গায় একটি ককটেল বিস্ফোরণ হয়। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। 

এই তথ্য নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, প্রতিদিনের মতো আজও বিএনপি অফিসের সামনে তাদের লোকজন এসেছে। ধারণা করা হচ্ছে সেখান থেকেই কেউ ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বিএনপির দফতরে সংযুক্ত থাকা কেন্দ্রীয় নেতা তারিকুল ইসলাম তেনজিং এ বিষয়ে বলেন, সন্ধ্যার পর পার্টি অফিসের সামনে ফাঁকা জায়গায় সড়কের মধ্যে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার পর এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের অনুমান, চলন্ত গাড়ি থেকে কেউ ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনা ঘটাতে পারে।

টিএইচ