বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন ‘ক্রাইম সিন’

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন ‘ক্রাইম সিন’

রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে ‘ক্রাইম সিন’ লেখা ফিতা টানিয়ে দিয়েছে পুলিশ। তাতে আরও লেখা আছে, ‘ডু নট ক্রস’।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ‘ক্রাইম সিন’ লিখে বেষ্টনী দিয়ে ঘিরে রাখার অর্থ হচ্ছে, ওই বেষ্টনী পেরিয়ে বিএনপি কার্যালয়ে কেউ প্রবেশ করতে বা বের হতে পারবে না। অপরাধ তদন্তের জন্য সেখান থেকে পুলিশ আলামত সংগ্রহ করছে। পুলিশের তদন্তকাজের এ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিএনপি কার্যালয় কার্যত বন্ধ থাকবে।

কিন্তু একটি রাজনৈতিক দলের কার্যালয়ে কেন ‘ক্রাইম সিন’ লেখা বেষ্টনী তৈরি করা হয়েছে, এ ব্যাপারে পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার গোলাম রুহানি গণমাধ্যমকে বলেন, যেহেতু নয়াপল্টন ও আশপাশের এলাকায় গতকাল মহাসমাবেশে অরাজকতা হয়েছে, তাই পুরো অঞ্চলটিকেই ‘ক্রাইম সিন অঞ্চল’ঘোষণা করা হয়েছে। আর যে অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে, সেখান থেকেই মূলত হামলার নির্দেশনা এসেছিল, ককটেলের সরবরাহ হয়েছিল। এ কারণে অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।

আজ সকাল ১০টার দিকে বেষ্টনী দেওয়া অংশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করতে দেখা গেছে।

টিএইচ