বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিএনপির গণমিছিল নিয়ে মানুষ আতঙ্কিত: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির গণমিছিল নিয়ে মানুষ আতঙ্কিত: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজধানীতে বিএনপির গণমিছিল নিয়ে মানুষ আতঙ্কিত।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিএনপির জোট কিছু দিন পরপর সাপের মতো চামড়া বাদলায়। তাদের কখনও ২০ দল, কখনও ২৪ দল; আবার কখনও ১২ দল হয়। এখন তারা বলছে ৩৩ দল। এরমধ্যে ৩০ দল খুঁজে পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।

তথ্যমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) গণমিছিলে ঢাকার মানুষ আতঙ্কিত। সরকারি দল হিসেবে মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব। কেউ যেন শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সেজন্য আমরা মাঠে আছি।

বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করব বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

টিএইচ