মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিএনপির সঙ্গে মার্কিন মূল্যায়ন দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সঙ্গে মার্কিন মূল্যায়ন দলের বৈঠক

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনী মূল্যায়ন দল।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর গুলশানে একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বৈঠক হয়।

বৈঠকে বিএনপির পক্ষে সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি, মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার ও মাহমুদা হাবিবা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে প্রাক-নির্বাচনী অবস্থা মূল্যায়ন করতে কয়েক মাস ধরে ঢাকায় অবস্থান করছেন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সদস্যরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈঠকে নির্বাচন বয়কটের কারণ, নির্বাচনী পরিবেশ এবং চলমান আন্দোলন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দলকে অবহিত করে বিএনপি।

টিএইচ