বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিএনপির সমাবেশ থেকে ২ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সমাবেশ থেকে ২ কর্মসূচি ঘোষণা

রাজধানীর গোলাপবাগ মাঠে শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির সমাবেশ থেকে ১৩ ডিসেম্বর গণমিছিল ও ২৪ ডিসেম্বর জনতার মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিএনপি স্থায়ী কমিটি সদস্য সমাবেশের প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী ১৩ ডিসেম্বর দলের সকল নেতাদের মুক্তির প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি পালন করা হবে। এবং আগামী ২৪ ডিসেম্বর দশ দফা বাস্তবায়নে ঢাকাসহ সারাদেশে জনতার মিছিল পালন করা হবে।

শনিবার সকাল ১০টা ২০ মিনিটে কোরআন পাঠের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। ভোর থেকেই রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশে আসতে শুরু করেছেন বিএনপি কর্মীরা। 

আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

টিএইচ