সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বিএনপির ১০ দফা দাবিতে ১৩ দলের সমর্থন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ১০ দফা দাবিতে ১৩ দলের সমর্থন

বিএনপি ঘোষিত ১০ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ১৩টি রাজনৈতিক দল। এসব দলের সবক‍‍`টি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক।

শনিবার (১০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এসব দলের নেতারা বলেন, বর্তমান সরকারের পতন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১০ দফা মুক্তির সনদ ঘোষিত হয়েছে। অবিলম্বে এসব দাবি মেনে নিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নেতারা।

তারা আরও বলেন, আগামীতে বিএনপির যে কোনো কর্মসূচিকে বাস্তবায়ন করতে যুগপৎ ধারায় এবং যৌথভাবে তারা রাজপথে থাকবেন।

বিবৃতিদাতারা হলেন-বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাগপা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুর রকিব, এনডিপি চেয়ারম্যান আবু তাহের, ন্যাপ চেয়ারম্যান আজহারুল ইসলাম, মুসলীম লীগ মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামা ইসলামের মহাসিচব একরাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম।

এছাড়া লিবারেল ডেমোক্রটিক পার্টির অলি আহমাদ এবং বাংলাদেশ লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান পৃথক বিববৃতির মাধ্যমে বিএনপির ১০ দফার প্রতি তাদের দলীয় সমর্থন স্পষ্ট করেন।

এর আগে শনিবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই ১০ দফা ঘোষণা করেন। 

টিএইচ