সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মতিঝিলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

মতিঝিলে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

৭ দফা দাবি আদায়ে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার সকাল ১০ টায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইত্তেফাক মোড়ে শেষ হয়।

এ সময় মিছিলের অগ্রভাগে ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, হাফেজ রাশেদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক জাহিদু ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাজিবুর রহমান বলেন, আমাদের এখন আর ঘরে বসে থাকার সময় নাই। সরকার যদি সাত দফা দাবি না মানে তাহলে রাজপথে সব কিছুর মোকাবেলা করা হবে।

টিএইচ