বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘মোবাইল ফোন চুরির মতো বিএনপি ভোট চুরি করে’

ময়মনসিংহ ব্যুরো

‘মোবাইল ফোন চুরির মতো বিএনপি ভোট চুরি করে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মোবাইল ফোন চুরির মতো বিএনপি ভোট চুরি করে। বিএনপির কুমিল্লার সমাবেশ থেকে ৭১টি মোবাইল ফোন চুরি হয়ে গেছে। এ জন্য বিএনপির বিরুদ্ধে বিএনপি ৭১টি মামলা করেছে। এভাবেই তারা ভোট চুরি করে।‍‍`

শনিবার (৩ নভেম্বর) দুপুরে জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,  রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ হচ্ছে, জনসমাগম নেই, মাঠ ফাঁকা। আর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জনতার ঢল। তিল ধারণের ঠাঁই নেই। মহাসমাবেশ কাকে বলে চট্টগ্রামে বুঝিয়ে দেবো।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে লুটপাটের বিরুদ্ধে, খেলা হবে এই ডিসেম্বর বিজয়ের মাসে। আন্দোলন হলে রাজপথ, জনপথ, শহর, পাড়া-মহল্লা ইউনিয়ন ও জেলা পর্যায়ে নেতাকর্মীরা অবস্থান নেবে।

কাদের বলেন, ‍‍`তারেক রহমান গতকাল ঢাকায় এক ক্যাডারের সঙ্গে কথা বলেছেন। হয়তো আপনারা শুনেছেন। তারেক রহমান লন্ডন থেকে বলছে, তোমরা রাস্তা ছাড়বে না। হাসিনা পালাবার পথ খুঁজছে। হাসিনার মন্ত্রীরা পালাবার পথ খুঁজছে। এখান থেকে বলছে, ঢাকা আমাদের দখলে থাকবে।‍‍`

এছাড়া বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‍‍`দেখা যাবে কত ধানে কত চাল। অপেক্ষা করুন। কবে ১০ তারিখ, তার আগেই নয়াপল্টন এলাকায় তাবু খাটাচ্ছে। হাড়ি-পাতিল, বিছানা-বালিশ, মশার কয়েল সব নিয়ে আসছে ৭ দিন আগে থেকে। কোথায় থেকে পেলেন এই টাকা?‍‍`

ওবায়দুল কাদের তার বক্তব্যে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সমালোচনাও করেন। তিনি বলেন, ‍‍`তিনি (কামাল হোসেন) তারেক রহমানের দণ্ডিত হওয়ার কথা বলেননি। নিজে জামাতার মাধ্যমে অর্থ পাচার করেন কামাল হোসেন। নিজে ট্যাক্স না দিয়ে ট্যাক্স ফাঁকির মামলায় পড়েছিলেন। আদালত থেকে খালাস নিয়ে ট্যাক্স জমা দিয়েছিলেন। অর্থ পাচার কারা করেছেন, সবার উৎস খোঁজা হচ্ছে। এদের শাস্তি পেতে হবে।‍‍`
টিএইচ