সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল, আটক ৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল, আটক ৫

গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ এবং কেয়ারটেকার সরকারের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। মিছিল শেষে ফেরার পথে ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

রোববার (২৮ জানুয়ারি)  মিরপুর আনসার ক্যাম্পের সামনে থেকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যেগে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে টেকনিক্যাল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় জামায়াতের এ বিক্ষোভ মিছিল।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, বিনাভোটের সরকারকে জনগণ প্রত্যাখান করেছে; তাই জনগণের বুকে গুলী চালিয়ে আওয়ামী ফ্যাসীবাদের শেষ রক্ষা হবে না বরং রাজপথ রক্তাক্ত হলেও দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগণ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করেই ছাড়বে।

এ জামায়াত নেতা বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারকে মাত্র ৪% মানুষ ভোট দিয়েছে। তাদেরকে প্রত্যাখান করেছে দেশের ৯৬ ভাগ মানুষ। প্রহসন ও ডামী নির্বাচনের কোন কোন প্রার্থী দাবি করেছেন তারা ভারতের প্রার্থী। তাই এই সংসদ ও সরকার কোন ভাবেই জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না। তিনি জুলুম- নির্যাতন বন্ধ ও পুলিশকে শান্ত হওয়ার আহবান জানিয়ে বলেন, জনগণের ম্যান্ডেটহীন সরকার জনতার ওপর পুলিশ লেলিয়ে চলমান আন্দোলনকে দমন করার ষড়যন্ত্র করছে। কিন্তু নির্যাতন করে; গুলী চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না বরং জনতার রুদ্ররোষে অবৈধ ও মাফিয়া সরকারকে ক্ষমতা থেকে লজ্জাজনকভাবে বিদায় নিতে হবে। তিনি স্বৈরাচার পতনের আগামী দিনের রাজপথের আন্দোলনকে আরো জোরদার করতে সকলের প্রতি আহবান জানান।

তিনি বলেন, সরকার দেশ পরিচালনায় সার্বিক ভাবে ব্যর্থ হয়েছে। সরকারি দলের লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের বাজার মূল্য পরিস্থিতি সকল শ্রেণির মানুষের নাগালের বাইরে চলে গেছে। রাজধানী ঢাকা সহ সারাদেশে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট এখন তীব্র আকার ধারণ করেছে। সরকার নিজেদের উপর্যুপরি ব্যর্থতা ঢাকার জন্যই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল এ টি এম আহজারুল ইসলাম ও মাওলানা রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগরী উত্তর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে অন্তরীণ করে রেখেছে। কিন্তু এসব করে আওয়ামী ফ্যাসীবাদীদের শেষ রক্ষা হবে না বরং ইতিহাসের নির্মম পরিণতিতে শেখ হাসিনাকে অবশ্যই ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। তিনি সরকারকে জুলুম-নির্যাতনের পথ পরিহার করে আমীরে জামায়াত সহ সকল বিরোধী দলীয় নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহবান জানান। অন্যথায় সরকারকে গণরোষের মুখোমুখি হতে হবে।  

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও  ডা. ফখরুদ্দীন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মাওলানা মুহিব্বুল্লাহ ও জামাল উদ্দীন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মু. আতাউর রহমান সরকার, ছাত্রনেতা সালাহউদ্দীন ও আসাদুজ্জামান প্রমূখ।

টিএইচ