মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

রাতে খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

রাতে খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সাক্ষাৎ

রোববার রাতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

এদিন রাত ৮টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎ করবেন স্থায়ী কমিটির সদস্যরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, রোববার রাত আটটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান বাসভবনে দলের স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পূর্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন।

টিএইচ