সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

২৯ অক্টোবর মাঠে নামছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর মাঠে নামছেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছরের বেশি সময় বাকী থাকলেও আনুষ্ঠানিক নির্বাচনী জনসভায় নামছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আর এর জন্য ঢাকায় বড় ধরনের জনসমাগম করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ২৯ অক্টোবর ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে এ জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

জেলা আওয়ামী লীগের সম্মেলন বলা হলেও মূলত এর মধ্যে দিয়েই নির্বাচনী প্রচারে নামছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক থেকে দলের ২২তম জাতীয় সম্মেলনসহ একগুচ্ছ কর্মসূচি আসছে। এসব কর্মসূচির মধ্যে দলের সহযোগী-ভ্রাতৃপ্রতিম মেয়াদউত্তীর্ণ সংগঠনের সম্মেলন, রাজধানীর পার্শ্ববর্তী জেলাগুলোতে বড় ধরনের সমাবেশ করবে আওয়ামী লীগ।

এ জন্য ঢাকার চারপাশের জেলাগুলো প্রয়োজনীয় দিকনিদের্শনা দেওয়া হবে। আপাতত বিএনপির কর্মসূচিতে বাঁধা না দিলেও সাংগঠনিক শক্তি জানান দিতে চান ক্ষমতাসীন দলের নেতারা।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে রোবাবর (১৬ অক্টোবর) বিকেলে বৈঠক করেন আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বৈঠক সূত্র জানায়, আগামী ২৯ অক্টোবর রাজধানীর শেরেবাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রের পার্শ্ববর্তী (সাবেক বাণিজ্য মেলার মাঠ) ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, বিএনপির বিভাগীয় সমাবেশকে মাথায় রেখেই ঢাকায় বড় জনসমাগমের আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। অক্টোবর ও নভেম্বরে রাজধানীর আশপাশের জেলাগুলোর সম্মেলনেও বড় সমাবেশ করে শক্তি জানান দেবে আওয়ামী লীগ।

জানতে চাইলে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, করোনা মহামারি শুরুর পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই প্রথম কোনো সমাবেশে উপস্থিত থাকবেন। 

ফলে এখানে বড় ধরনের জমায়েত হবে। একই সঙ্গে ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা, ২৫ অক্টোবর নারায়ণগঞ্জ মহানগর ও ৬ নভেম্বর টাঙ্গাইল জেলার সম্মেলনেও ব্যাপক লোক সমাগম করা হবে।

টিএইচ