মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

শাহবাগে ছাত্রলীগের ছাত্র সমাবেশ

মো. সোহাগ বিশ্বাস

শাহবাগে ছাত্রলীগের ছাত্র সমাবেশ

স্মার্ট বাংলাদেশ প্রজন্মের স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ ছাত্র সমাজের রায়‍‍` শীর্ষক ছাত্র সমাবেশ হয়েছে ঢাকার শাহবাগ চত্ত্বরে। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ ছাত্রলীগ এই সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন শেখ ওয়ালি আসিফ আনান সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রলীগের উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা।

এসময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বিএনপি রাজনৈতিক আন্দোলনের নামে প্রহসন করছে। এটা কোন রাজনৈতিক আন্দোলন নয় এটা বিএনপির ব্যক্তিগত আন্দোলন। আমরা একটা স্মার্ট বাংলাদেশ চাই, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ জনগণের বাংলাদেশ। 

বাংবাদেশ ছাত্রলীগ সকল মানুষের কথা বলে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও মন্তব্য করেন ছাত্রলীগের কেন্দ্রীয় এই সভাপতি।

টিএইচ