বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সব আন্দোলনের নেতৃত্ব দিবেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সব আন্দোলনের নেতৃত্ব দিবেন খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সব আন্দোলনের নেতৃত্ব দেবেন।

সোমবার (৩ অক্টোবর) সকালে গুলশানে কাজী জাফর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ শেষে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সরকার হটাতে গণআন্দোলন শুরু করা হবে।

সংলাপের আলোচনার বিষয়ে তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সরকারবিরোধী গণ-আন্দোলনের দফা ঠিক করা, খালেদা জিয়াসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, নতুন ইসি গঠনসহ নানা বিষয়ে কথাও হয়েছে।

সংলাপে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। মূলত সরকার বিরোধী প্লাটফর্মে আরও শক্তিশালী করতেই এই সংলাপ করছে বিএনপি।

এবি