রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সরকারকে বিদায় দিতে হলে নির্বাচনে আসতে হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সরকারকে বিদায় দিতে হলে নির্বাচনে আসতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারকে বিদায় দিতে হলে নির্বাচনে আসতে হবে, অন্য কোনো পথে সরকারের বিদায় সম্ভব হবে না।

নির্বাচন নিয়ে বিএনপির কোনো অভিযোগ থাকলে তাদের প্রয়োজনে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে পারে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) টেলিভিশন অভিনয় শিল্পী সঙ্ঘের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি দেশে অস্থিরতা তৈরি করতে চায়। সাম্প্রতিক সময়ে তাদের কর্মসূচি সেটিই প্রমাণ করে বলে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি তারা (বিএনপি) অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। 

গত বছরের ১০ ডিসেম্বরের মতো ভবিষ্যতেও বিএনপি কর্মসূচির নামে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ জবাব দেবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানান, টেলিভিশনের অভিনয়শিল্পীদের জন্য জাতীয় পুরস্কার প্রবর্তন করার চিন্তাভাবনা করছে সরকার।

উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারি ১০ দফা দাবি নিয়ে সারাদেশে গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি ও গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলো।

টিএইচ