সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

স্লোগানে মুখর গুলিস্তান

নূর মোহাম্মদ মিঠু

স্লোগানে মুখর গুলিস্তান

নির্ধারিত সময়ের আগেই আওয়ামী লীগের সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।  এরইমধ্যে দলের একাধিক কেন্দ্রীয় নেতা সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন।  এদিকে স্লোগানে স্লোগানে  মুখরিত গুলিস্তান ও তার আশপাশের এলাকা। সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছে সহযোগী সংগঠনের নেতারা।

আজ শনিবার সকাল ১০টার দিকে সমাবেশ মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তার আগে সমাবেশ মঞ্চে আসেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজসহ কয়েকজন নেতা৷

বেলা ১০ টা নাগাদ সমাবেশস্থলে সুসজ্জিত মিছিল নিয়ে আসেন নারায়নগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের কর্মীদের একটি মিছিল। মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক শফিউল আলম শফিক গণমাধ্যমকে বলেন, বিএনপি যেনো আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকান্ড করতে না পারে সেজন্য আমরা সকল থেলেই অবস্থান নিয়েছি। বিএনপির নেতাকর্মী হামলা ভাঙচুর করলেই প্রতিহত করতে হবে।

আওয়ামী মৎস্যজীবী লীগের সহসভাপতি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মুহাম্মদ আলম বলেন, আন্দোলন সংগ্ৰামের মধ্য দিয়ে তৈরি বাংলাদেশ আওয়ামী লীগ। এই সংগঠনের নেতাকর্মীরা জানে আন্দোলন করতে তদ্রুপ আন্দোলন মোকাবেলা করতে। আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে অথচ বিভিন্ন সময় অরাজনৈতিক সরকার ক্ষমতায় এসে দেশটাকে ছিন্নবিছিন্ন করেছে। বিগত টানা তিন মেয়াদে জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময় এবং উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

ইতিমধ্যেই গুলিস্তানে অবস্থান নিয়েছে যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এছাড়াও ঢাকার বিভিন্ন সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীরাও ব্যানার ও পোস্টারে নিয়ে সমাবেশ আসতে শুরু করেছেন।

টিএইচ