সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

৬ ও ৭ জানুয়ারি হরতালের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক

৬ ও ৭ জানুয়ারি হরতালের ডাক বিএনপির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন এবং আগে-পরে মিলিয়ে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।

এরআগে এক ব্রিফিংয়ে রিজভী জানিয়েছিলেন, আগামীকাল শুক্রবার ঢাকাসহ সারাদেশে মিছিল ও গণসংযোগ করবে বিএনপি। উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন নির্ধারিত রয়েছে।

টিএইচ