সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

৭ জানুয়ারি নির্বাচনে জনগণ আ.লীগকে লালকার্ড দেখাবে: গণ অধিকার পরিষদ

ঢাবি প্রতিনিধি

৭ জানুয়ারি নির্বাচনে জনগণ আ.লীগকে লালকার্ড দেখাবে: গণ অধিকার পরিষদ

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে লালকার্ড দেখিয়ে নির্বাচন বর্জন করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের নেতারা।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী ৭ জানুয়ারি ভোট বর্জনের দাবিতে গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের নেতারা এ মন্তব্য করেন।

গণ অধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া বলেন, আগামী ৭ জানুয়ারি কোন ভোট হচ্ছে না। ভোটের নামে সরকার নতুন এক নাট্যমঞ্চের আয়োজন করতে যাচ্ছে।  এই নাটকে জনগণ সাড়া দিবেনা। আমরা গণঅধিকার পরিষদ দেশের জনগণকে আহবান জানাই, আপনারা আগামী ৭ জানুয়ারি পরিবারকে সময় দিন, পরিবার নিয়ে ঘুরতে যান।

রেজা কিবরিয়া আরও বলেন, সরকারের অবৈধ এমপি, মন্ত্রী এবং আমলাগণ জনগণকে নানান ভয়ভীতি দেখাচ্ছে ভোটকেন্দ্রে নেওয়ার জন্য। আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই, জনগণকে ভয়ভীতি দেখালে পরিণতি কিন্তু ভালো হবেনা। ৭ জানুয়ারি কোন ভোট হচ্ছেনা।

গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, আগামী ৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবস। ফেলানী হত্যা দিবসে অবৈধ সরকারের ভোট জনগণ রুখে দিবে। ৭ জানুয়ারি কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অবৈধ সরকারকে লালকার্ড দেখিয়ে নির্বাচন বর্জন করুন। আমরা এই সরকারকে আর কোন সহযোগিতা করবোনা। এই সরকারের কোন নৈতিক ভিত্তি নেই।জনগণের ভোটে এরা নির্বাচিত নয়। তাই আমরা এরকম একটি ভোটচোর সরকারকে সহযোগিতা করতে পারিনা।

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতাউল্লাহর সঞ্চালানায় সমাবেশে আরো বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের নেতা তারেক রহমান, অধ্যাপক মাহবুব হোসেন, ইঞ্জিনয়ার ফাহিম, শামসুদ্দিন, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, মোজাম্মেল মিয়াজী, জাকির হোসেন, মহানগর উত্তরের আবদুল্লাহ, শফিকুল ইসলাম রতন, লোটাস মোকসেদ, আলামিন হোসাইন; ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক ইমামউদ্দিন, ফায়সাল, সুমন আলি,যুব অধিকার পরিষদের আহবায়ক সাকিব হোসাইন, ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোল্লা রহমতুল্লাহ , সদস্য সচিব মুনতাসীর মাহমুদ প্রমুখ।

সমাবেশে শতাধিক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ শেষে পল্টন এলাকায় ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

টিএইচ