বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
শেষ ফ্লাইট আজ 

দেশে ফিরেছেন ১১ হাজার ৪১৮ হাজি

নিজস্ব প্রতিবেদক

দেশে ফিরেছেন ১১ হাজার ৪১৮ হাজি

চলতি বছর পবিত্র হজ পালন শেষে ৩০৯টি ফিরতি হজ ফ্লাইটে এক লাখ ১৪ হাজার ১৮ জন হাজি দেশে ফিরেছেন। আর মারা গেছেন ১১৯ জন হাজি।

আজ বুধবার শেষ হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। আজকের মধ্যে বাকি হজযাত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার হজ কার্যালয়ের এক বুলেটিনে জানানো হয়, বাংলাদেশ বিমানের মোট ১৫৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১০৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪৭টি বিমানে এসব হজযাত্রীরা দেশে ফিরেছেন। গত ২৭ জুন অনুষ্ঠিত পবিত্র হজ পালন শেষে গত ২ জুলাই থেকে সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরতে শুরু করেন।

চলতি বছর ৩২৫টি হজ ফ্লাইটে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।

হজ কার্যালয়ের বুলেটিনে জানানো হয়, সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসাকেন্দ্র থেকে এ পর্যন্ত ৮৬ হাজার নয় শ’জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

চলতি বছর ২৭ জন নারীসহ ১১৯ জন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে মক্কায় ৯৫ জন, মদিনায় ১০ জন, জেদ্দায় দু’জন, মিনায় নয়জন, আরাফায় দু’জন ও মুজদালিফায় একজনের মৃত্যু হয়।

টিএইচ