রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হজের খরচ কমিয়ে আনতে কাজ করছি : ধর্ম উপদেষ্টা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হজের খরচ কমিয়ে আনতে কাজ করছি : ধর্ম উপদেষ্টা

বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দিনাজপুরের হাকিমপুরে বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় বলেন, আমরা হজের খরচ কমিয়ে আনতে কাজ করছি। আর আপনাদের সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। 

সোমবার (২৮অক্টোবর) বিকেল ৫ টায় হিলি আজিজিয়া মাদ্রাসায় দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

হিলি আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ শামসুল হুদা খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে তিনি আরও বলেন, আমরা দুটি প্যাকেজ ঘোষণা করছি। 

এর আগে ধর্ম উপদেষ্টা হাকিমপুর উপজেলা পরিষদের পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক নুরে আলম,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)  অমিত রায়, সহকারি কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাকিমপুর থানা পুলিশের একটি চৌকস দল উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করেন।

টিএইচ