ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টাইগারদের ইতিহাস
কী বিশেষণে বিশেষায়িত করা যায় একে? `অভাবনীয়` এক জয় বাদে? শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে হোয়াইটওয়াশ করার আশা বাংলাদেশের ছিল। তবে সেটা এভাবে, এত বড় ব্যবধানে হবে; তা কি আপনি ভেবেছিলেন? বাংলাদেশ শেষ ম্যাচে তাই করে দেখিয়েছে। সেই সঙ্গে গড়ে ফেলল ইতিহাস। ব্যাট হাতে ১৮৯ রান তুলেছে ৭ উইকেট খুইয়ে।