চলতি মাসের শেষে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর। এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশি দুই তারকা সাকিব আল হাসান এবং লিটন দাস।
ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার জন্য জাতীয় দল থেকে ছুটি চেয়ে বিসিবি বরাবর চিঠি দিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি জানান, ‘ওরা (সাকিব-লিটন) আইপিএল খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছে। আমরা চিঠি পেয়েছি। তবে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, ওদের এনওসি দেওয়া হবে কি হবে না এ বিষয়ে।’
আগামী ৪ এপ্রিল শুরু হবে আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। যে কারণে টেস্ট অধিনায়ক সাকিব ও দেশসেরা ব্যাটসম্যান লিটনের আইপিএলে যোগ দেওয়া নিয়ে ঘটেছে বিপত্তি। তবে সেই টেস্ট ম্যাচটি না খেলেই আইপিএলে অংশ নিতে চান তারা।
এদিকে টাইগারদের টেস্ট স্কোয়াডে না থাকায় আইপিএল খেলতে কোনো বাধা নেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের।
উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সামনে আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর সফরের একমাত্র টেস্ট।
টিএইচ