বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
টি-২০ বিশ্বকাপ

আয়ারল্যান্ডকে হারিয়ে কানাডার চমক 

নিজস্ব প্রতিবেদক

আয়ারল্যান্ডকে হারিয়ে কানাডার চমক 

টি-২০বিশ্বকাপের আসরে আইরিশরাই এবার হয়েছে অঘটনের শিকার। যেখানে প্রতিপক্ষের নাম কানাডা। নিউ ইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল কাউন্টি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে কানাডা। জবাবে ১২৫ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। উত্তর আমেরিকার দেশটির জয় ১২ রানে। টি-২০ বিশ্বকাপে এটাই তাদের প্রথম জয়।

দলের পক্ষে সর্বোচ্চ ৩d৪ রান করেন আদাইর। এছাড়া ডিলানি ৩০, অ্যান্ডি বালবির্নি ১৭ ও লরকান টাকার ১০ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। কানাডার হয়ে গর্ডন ও হেয়লিগার দুটি করে উইকেট নেন।

এর আগে এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা কানাডার পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন নিকোলাস কির্টন।

শ্রেয়াস মোবার ৩৭, পরগত সিংয়ের ১৮ ও অ্যারন জনসনের ১৪ রানে ভর করে লড়াকু সংগ্রহ পায় কানাডা। আয়ারল্যান্ডের হয়ে ক্রেইগ ইয়ং ও ব্যারি ম্যাকার্থি দুটি করে উইকেট শিকার করেন।

টিএইচ