বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ছুটি নিয়ে অসুস্থ মায়ের পাশে মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

ছুটি নিয়ে অসুস্থ মায়ের পাশে মাহমুদউল্লাহ

বিশ্বকাপের বিকল্প মাথায় রেখে ৯ জন ক্রিকেটারকে নিয়ে আলাদা ক্যাম্প করছে বিসিবি। এই ৯ জনের মধ্যে সৌম্য সরকার ও তামিম ইকবাল যেমন আছেন, তেমনি মাহমুদউল্লাহ রিয়াদও।

গত দু’দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনে ছিলেন আটজন ক্রিকেটার। মাহমুদউল্লাহকে না দেখে প্রশ্ন জাগে সবার মধ্যে। বিসিবি পরিচালকদের এক-দু’জন রিয়াদের অনুশীলনে যোগ না দেওয়ার কারণ জানতে চেয়েছেন।

গতকাল ক্রিকেট পরিচালনা বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, মায়ের অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দিতে পারছেন না রিয়াদ। ময়মনসিংহে থাকা অসুস্থ মাকে দেখভাল করছেন তিনি। শিগগির অনুশীলনে যোগ দিতে চান মিডলঅর্ডার এ ব্যাটার।

টিএইচ