বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
বিপিএল ২০২৩ 

টস জিতে চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা ডমিনেটর্স

নিজস্ব প্রতিবেদক

টস জিতে চট্টগ্রামের বিপক্ষে ব্যাটিংয়ে ঢাকা ডমিনেটর্স

ঢাকা ডমিনেটর্স ২ ম্যাচ খেলে জয় পেয়েছে ১টিতে। হেরেছে ১টিতে। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৩ ম্যাচ খেলে জিতেছে ১টিতে, হেরেছে ২টিতে। দুই দলের সামনেই দ্বিতীয় জয়ের মিশন। 

সে লক্ষ্যেই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার (১৪ জানুয়ারি) মুখোমুখি হয়েছে দু’দল। ঢাকা এবং চট্টগ্রামের এই লড়াইয়ের শুরুতে টসের কয়েন নিক্ষেপ করতে গিয়ে জয় হয়েছে ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেনের।

টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটর্স মাঠে নামে খুলনা টাইগার্সের বিপক্ষে। জয় দিয়েই শুভ সূচনা করেছিলো তারা। খুলনাকে হারিয়েছিলো ৬ উইকেটের ব্যবধানে। পরের ম্যাচে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স হেরে যায় সিলেট সিক্সার্সের কাছে।

অন্যদিকে প্রথম ম্যাচে সিলেটের কাছে হেরেছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে দেয় অসাধারণ ব্যাটিং করে। খুলনার আজম খান সেঞ্চুরি করেন। 

জবাবে সেঞ্চুরি করেন চট্টগ্রামের উসমান খানও। কিন্তু তৃতীয় ম্যাচে এসে ঘরের মাঠে বরিশালের কাছে হারতে হয়েছিলো ২৬ রানের ব্যবধানে। আজ ঢাকার বিপক্ষে কেমন করতে পারে সেটাই দেখার বিষয়। সুবিধাজনক দিক হলো রান তাড়া করার সুযোগ পাচ্ছে তারা।

টিএইচ