বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

টস জিতে ভারতকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

টস জিতে ভারতকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বুধবার (৭ ডিসেম্বর) বেলা ১২ টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ভারতকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মেহেদি হাসান মিরাজ আরত মুস্তাফিজুর রহমানের দৃঢ় ব্যাটিংয়ে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই জিতলেই ২০১৫ সালের পর দেশের মাটিতে আবারও ভারতের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

সিরিজ জয়ের লক্ক্য নিয়ে মাঠে নামা বাংলাদেশ আজ মাঠে নামছে আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে। পেসার হাসান মাহমুদের জায়গায় আজ একাদশে এসেছে স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশের সামনে যেমন সিরিজ জয়ের হাতছানি, ভারতের সামনে তেমন সিরিজ বাঁচানোর লড়াই। আগের ম্যাচ হেরে আজ মাঠে নামার আগে প্রায় কোণঠাসা অবস্তাহ্য রয়েছে টিম ইন্ডিয়া। আজ হারলেই সিরিজ হারাতে হবে রোহিত শর্মার দলকে। সিরিজ বাঁচানোর ম্যাচে ভারত মাঠে নামছে দুই পরিবর্তন নিয়ে। শাহবাজ আহমেদের জায়গায় আজ খেলবেন অক্ষর প্যাটেল আর কুলদ্বীপ যাদবের জায়গায় আজ একাদশে এসেছেন উমরান মালিক।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (অধিনায়ক), আনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ  হোসেন, মেহেদি হাসান মিরাজ,  এবাদত হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়্যার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।

টিএইচ