বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
টি-টোয়েন্টি বিশ্বকাপ

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে বুধবার (০২ নভেম্বর) জয়ের বিকল্প নেই বাংলাদেশের। রোহিত শর্মার দলের সামনেও সমীকরণটা একই, শেষ চারে যেতে হলে জিততেই হবে দলটিকে।

সমীকরণে বেশ এগিয়ে রয়েছে ভারত। জিতলে সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মার দলের। আর বাংলাদেশ জিতলেও পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে দিকে চেয়ে থাকতে হবে টাইগারদের। 

কারণ, নেট রান রেটে বেশ পিছিয়ে রয়েছে সাকিব বাহিনী। এমন সমীকরণকে সামনে রেখে মাঠে মাঠে নামছে দুই দল। তার আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেড ওভালে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে দুই প্রতিবেশী দেশের গুরুত্বপূর্ণ ম্যাচের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বাংলাদেশ তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। ওপেনার সৌম্য সরকারের জায়গায় পেসার শরিফুল ইসলামকে দলে টেনেছে। অন্যদিকে ভারত তাদের একাদশে দীপক হুদার পরিবর্তে এসেছেন অক্ষর প্যাটেল।

অতীত পরিসংখ্যানে এখন পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে বাংলাদেশের একমাত্র জয়ের বিপরীতে ভারতের জয় ১০ ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় সবকয়টিতে জয় পায় ভারত।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং।

টিএইচ