সাফ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ার পর থেকে বাংলাদেশের মেয়েদের এক নজর দেখতে মুখিয়ে ছিলেন উচ্ছ্বসিত দেশবাসী। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জানানো হয় ফুলেল শুভেচ্ছা।
স্বাগতিক নেপালকে হারিয়ে এই অঞ্চলের শ্রেষ্ঠত্বের মুকুট জিতে ফেরা মেয়েদের আনন্দকে রাঙিয়ে তুলতে ব্যবস্থা করা হয় ছাদখোলা বাসের। তাতে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যালয়ে পৌঁছেছেন সাবিনা-সানজিদারা।
বিমানবন্দর থেকে বাফুফে পর্যন্ত পথে হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হন তারা। দেখেন মানুষের উচ্ছ্বাস।
বাফুফের কার্যালয়টা নিজেদের ঘরের মতোই সাবিনা-কৃষ্ণাদের কাছে। শিরোপা নিয়ে চিরচেনা সেই বাফুফে ভবনে উঠবেন তারা। তাদের শুভেচ্ছা জানাতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আগেই।
জানা গেছে, বাফুফে ভবনে পৌঁছানোর পর দলকে বরণ করে নিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। শুরুতে মেয়েদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তিনি। তারপর সেখানে চ্যাম্পিয়নদের জন্য রিফ্রেশমেন্ট আর ফটোসেশন পর্ব।
এর আগে দেশে ফিরেই পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা পান বাংলার বাঘিনীরা। দুপুর ১ টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাফজয়ী দলকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি।
দুপুর ১২টা ১৫ মিনিটে কাঠমুন্ডু থেকে দেশের উদ্দেশ্যে উড়াল দেয় সানজিদাদের বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ৩৭২ ফ্লাইটটি।
টিএইচ