সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post
টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ নির্ধারিত হয়ে গেল আজ। ‍‍`এ‍‍` গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২০ অক্টোবর) আরব আমিরাতের কাছে নামিবিয়া হেরে যাওয়ায় সুপার টুয়েলভে চলে গেছে নেদারল্যান্ডস। গ্রুপের শীর্ষ দল শ্রীলঙ্কা। আর নেদারল্যান্ডস গ্রুপ রানার্সআপ হয়েছে।

টি-২০ বিশ্বকাপের মূল পর্ব অর্থাৎ সুপার টুয়েলভ শুরু হবে ২২ অক্টোবর। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর সকাল (বাংলাদেশ সময়) ১০টায় বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। 

তবে ওই ম্যাচের প্রতিপক্ষ ছিল অজানা। বৃহস্পতিবার বাছাইপর্ব থেকে চূড়ান্ত হলো যে, প্রথম ম্যাচে নেদারল্যান্ডস মুখোমুখি হবে টাইগাদের। 

সুপার টুয়েলভে গ্রুপ-২’তে আছে বাংলাদেশ। সরাসরি সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে পাঁচটি ম্যাচ খেলবে টাইগাররা। নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে শ্রীধরন শ্রীরামের দলের। 

তবে পঞ্চম দল এখনও চূড়ান্ত হয়নি। শুক্রবার গ্রুপ ‘বি’র ম্যাচ আছে। সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন দল যুক্ত হবে বাংলাদেশের গ্রুপে।

টিএইচ