বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

বিনা উইকেটে ৭ রানে মিরপুর টেস্টের তৃতীয় দিন শুরু করা বাংলাদেশের পরিকল্পনা ভার‍তের দেয়া ৮৭ রানের লিড শোধ দিয়ে সফরকারীদের অন্তত আড়াইশ রানের লক্ষ্য দেয়া। তবে আলগা শটস আর দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে চাপে স্বাগতিকরা। শনিবার প্রথম সেশনে ৬৪ রান তুলতে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭১ রান। ভারতের থেকে এখনো ১৬ রানে পিছিয়ে সাকিব আল হাসানের দল। বিরতি থেকে ফিরে লিড নিতে জাকির হাসান ৩৭ ও লিটন দাস শূন্য রানে দ্বিতীয় সেশন শুরু করবেন।

প্রথম ইনিংসে ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৬ ওভারে বিনা উইকেটে ৭ রান করেছিলো বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৪ ডিসেম্বর) তৃতীয় দিনের প্রথম সেশনেই ব্যাটিং বিপর্যয় ঘটে বাংলাদেশের। ওপেনার নাজমুল হোসেন শান্ত ৫, মোমিনুল হক ৫, অধিনায়ক সাকিব আল হাসান ১৩ ও মুশফিকুর রহিম ৯ রান করে আউট হন।

আরেক ওপেনার জাকির হাসান ৩৭ ও লিটন দাস শূন্য হাতে অপরাজিত থেকে প্রথম সেশন শেষ করেছেন। ভারতের অশ্বিন-উনাদকত-সিরাজ ও প্যাটেল ১টি করে উইকেট নেন।

টিএইচ